বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পণ্য পরিবহনে ব্যাপক ক্ষতি, প্রভাব বাজারে

প্রতিদিন ডেস্ক

পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে। ফলে শীতকালীন সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যেরই দাম বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় কৃষকের অনেক কাঁচাপণ্য নষ্টও হয়ে গেছে। এ অবস্থায় ঢাকায় জিনিসপত্রের দাম কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। বেশ কিছু সবজির দর কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। কাঁচা মরিচের দাম প্রায় চারগুণ বেড়ে কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মাছের দামও কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। তবে বাজারে ডাল, আটা, ময়দা ও চিনির দামে হেরফের হয়নি। আমাদের বিভাগীয় নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ নিজস্ব প্রতিবেদক, খুলনা জানায়, পরিবহন ধর্মঘটের কারণে খুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে সব ধরনের শীতকালীন সবজি ও মাছের দাম বেড়েছে। নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে গতকাল খুলনায় তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে বাস-মিনিবাস চালকরা। এতে দূরের জেলা থেকে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। কেসিসি’র সোনাডাঙ্গা পাইকারি কাঁচাবাজার মালিক সমিতির সিনিয়র সহসভাপতি সেকেন্দার আলী বুলু বলেন, ধর্মঘটের কারণে উত্তরের জেলাগুলো থেকে আসা সবজির সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাজশাহী থেকে আলু ব্যবসায়ীরা ট্রাকের দ্বিগুণ ভাড়া দিয়েও পণ্য খুলনায় আনতে পারছে না। এতে আলুর সংকট দেখা দিয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানায়, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও ধর্মঘটের কারণে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকেও পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান বের করতে দেয়নি ধর্মঘটকারীরা। তবে বন্দর থেকে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার ও গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রাইম মুভার মালিক সমিতির কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারা দেশের মতো পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ভোর ৬টা থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রেখেছেন চালক ও শ্রমিকরা। বেনাপোল (যশোর) প্রতিনিধি জানায়, পরিবহন সংকটের কারণে বন্দর থেকে পণ্য পরিবহন কম হওয়ায় বেনাপোল বন্দর অভ্যন্তরে মারাত্মক পণ্যজট দেখা দিয়েছে। এ ছাড়া স্বাভাবিকের তুলনায় বন্দর থেকে কম পণ্য খালাশ হওয়ায় আদায় হচ্ছে না কাক্সিক্ষত রাজস্ব। জানা গেছে, বেনাপোল বন্দরে প্রতিদিন গড়ে পণ্যবোঝাই সাড়ে তিনশ ভারতীয় ট্রাক প্রবেশ করে থাকে। একই সময়ে বেনাপোল বন্দর থেকে আনুমানিক ৪০০ বাংলাদেশি ট্রাক ও কাভার্ড ভ্যানে পণ্য পরিবহন হয়ে থাকে। গত তিন দিনে বন্দর থেকে মালামাল খালাস হয়েছে খুবই কম।

সর্বশেষ খবর