বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্থিতিশীল হচ্ছে পিয়াজ বাজার

পৌঁছল প্রথম বিমান

নিজস্ব প্রতিবেদক

চরম অস্থিরতা কাটিয়ে দেশের বিভিন্ন এলাকায় স্থিতিশীল হয়ে আসছে পিয়াজের বাজার। সরকারি উদ্যোগের পাশাপাশি নতুন পিয়াজ বাজারে আসতে শুরু করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মিসর থেকে বিমানে আসা পিয়াজ বাজারে পাওয়া যাচ্ছে। সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্পটে ৪৫ টাকা কেজি  দরে বিক্রি করছে টিসিবি। এছাড়া আমদানির পরিমাণও বেড়েছে। ফলে খুচরা বাজারে ১৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে পিয়াজ। নতুন আসা পিয়াজের দর ১০০ টাকার নিচে। ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বাজার। আগামী কয়েকদিনের মধ্যে খুচরা বাজারে পুরোপুরি স্বাভাবিক দরে পাওয়া যাবে পিয়াজ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন। পাকিস্তান থেকে গতকাল বিমানে এসেছে পিয়াজ। আমাদের বিভাগীয় ও জেলা প্রতিনিধিরা জানিয়েছেন সারা দেশে তুলনামূলক কম দামে পিয়াজ বিক্রি  হচ্ছে। রাজধানীর কয়েকটি স্থানে দেখা গেছে পিয়াজ বিক্রি করার ট্রাক। টিসিবি পরিচালিত এ ট্রাকে ন্যায্যমূল্যে  লাইন দিয়ে পিয়াজ কিনছে ভোক্তারা। রাজধানীর শ্যামবাজার, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী আড়তে  খোঁজ নিয়ে জানা গেছে আগের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে পিয়াজ।

সর্বশেষ খবর