বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধর্মঘটেও চালের দাম বাড়বে না

নিজস্ব প্রতিবেদক

ধর্মঘটেও চালের দাম বাড়বে না

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অযৌক্তিকভাবে চালের দাম বৃদ্ধি করা হলে তা সহ্য করা হবে না। দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে। মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই। ধর্মঘটেও চালের দাম বাড়বে না। গতকাল খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চালকল মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, দেশে বছরে                 চালের চাহিদা প্রায় ২ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৭১০ ম্যাট্রিক টন। বছরে চালের উৎপাদন প্রায় ৩ কোটি ৪৪ লাখ ম্যাট্রিক টন। এ মুহূর্তে সরকারের বিভিন্ন গুদামে খাদ্য মজুদ রয়েছে প্রায় ১৪ লাখ ৫২ হাজার ৭০৭ ম্যাট্রিক টন। এর মধ্যে চাল ১১ লাখ ১৩ হাজার ৩০৩ ম্যাট্রিক টন। তিনি বলেন, ধানের দাম বৃদ্ধি পায়নি, তাই চালের দাম বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

সর্বশেষ খবর