শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পর্যটন শিল্পে বিনিয়োগ করবে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক

পর্যটন শিল্পে বিনিয়োগ করবে তুরস্ক

তুরস্ক সফররত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এ জন্য তারা বাংলাদেশ সফরে এসে কক্সবাজারসহ বিভিন্ন পর্যটন এরিয়া ঘুরে দেখারও আগ্রহের কথা জানিয়েছেন। অর্থমন্ত্রীর আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী আগামী                 বছরের প্রথমদিকে বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। বাংলাদেশ-তুরস্কের যৌথ অর্থনৈতিক কমিশনের সভার অংশ হিসেবে আ হ ম মুস্তফা কামাল বুধবার আঙ্কারায় দেশটির পর্যটনমন্ত্রী মেহমেত নুরীর সঙ্গে বৈঠক করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ। এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সর্বশেষ খবর