শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বান কি মুন ঢাকা আসছেন আজ

কূটনৈতিক প্রতিবেদক

বান কি মুন ঢাকা আসছেন আজ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে যোগ দিতে আজ সকালে ঢাকা আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। দুই দিনের সফরে তিনি আজ দুপুরে বৈঠক করবেন পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে। আগামীকাল দুপুরে তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এতে বাংলাদেশের রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মধ্যাহ্নভোজ শেষে ঢাকা আর্মি স্টেডিয়ামে রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিতিতে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে বক্তব্য দেবেন বান কি মুন। অনুষ্ঠান শেষে আগামীকাল সন্ধ্যায় তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। জাতিসংঘে দায়িত্ব পালন শেষে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন বান কি মুন। এর আগে গত জুলাইয়ে তিনি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’-এ যোগ দিয়েছিলেন। বতর্মানে তিনি জলবায়ু দূষণ রোধে বিশেষ ক্ষমতাধর ‘দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’-এর কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর