রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

যুবলীগের কাণ্ডারি কে এই পরশ

নিজস্ব প্রতিবেদক

যুবলীগের কাণ্ডারি কে এই পরশ

রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তার আগ্রহের ক্ষেত্র ছিল ভিন্ন। শিক্ষা-সংস্কৃতি নিয়ে থাকতেই পছন্দ করতেন তিনি। হঠাৎ করেই রাজনীতিতে তার আবির্ভাব। তিনি শেখ ফজলে শামস পরশ। ৫১ বছর বয়সে গতকাল আওয়ামী যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই জনমনে প্রবল আগ্রহ- কে এই পরশ। কী তার পরিচয়। যার হাতে যুবলীগের প্রতিষ্ঠা সেই শেখ ফজলুল হক মণির জ্যেষ্ঠ সন্তান শেখ ফজলে শামস পরশ পেয়েছেন ক্যাসিনোকান্ডে চরম সংকটে থাকা সংগঠনটির ভাবমূর্তি পুনরুদ্ধারের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে স্নাতকোত্তর পরশ যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে আবারও স্নাতকোত্তর ডিগ্রি নেন। দীর্ঘদিন ধরে তিনি বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।  ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কালরাতে শেখ ফজলে শামস পরশের বাবা শেখ ফজলুল হক মণি এবং মা আরজু মণি শহীদ হন। সে সময় তিনি এবং তার ছোট ভাই ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভাগ্যক্রমে বেঁচে যান। তখন পরশের বয়স ছিল ৬ এবং তাপসের ছিল ৪ বছর।

সর্বশেষ খবর