মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন কমিশন কর্তৃত্ব নিয়ে কোন্দলের জায়গা নয়

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন কর্তৃত্ব নিয়ে কোন্দলের জায়গা নয়

ড. তোফায়েল আহমেদ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন আইনানুযায়ী চলবে। এটা কর্তৃত্ব, নেতৃত্ব নিয়ে কোন্দলের জায়গা নয়। একক সিদ্ধান্ত নয়, নির্বাচন কমিশন কাজ করবে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ড. তোফায়েল আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন মানে কোনো একক ব্যক্তি নয়, পাঁচজনের একটা টিম। প্রধান নির্বাচন কমিশনারও একজন কমিশনার। তিনি সভায় সভাপতিত্ব করেন। কিন্তু সভায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। কমিশন বিষয়টি এসেছে যৌথ ধারণা থেকে। প্রতিষ্ঠানের ভিতর থেকে যখন পাল্টাপাল্টি বক্তব্য আসবে না তখন বোঝা যাবে প্রতিষ্ঠানে শৃঙ্খলা, সুশাসন রয়েছে। নির্বাচন কমিশন কোনো একক ব্যক্তির কণ্ঠ নয়। এখানে মতামত আসবে পাঁচজনের সিদ্ধান্তে। সংখ্যাগরিষ্ঠের মতামত নির্বাচন কমিশনে গৃহীত হবে। কাউকে অবহেলা করা, কাউকে পাত্তা না দেওয়া, এককভাবে সিদ্ধান্ত নেওয়া অসুস্থ প্রতিষ্ঠানের লক্ষণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর