মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভারতের সঙ্গে সম্পর্কের কোনো টানাপড়েন নেই

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলে আসছে এনআরসির কারণে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিষয়টা আমরা পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এলে উদ্বেগ তো থাকবেই, প্রতিটি সংকট তো মোকাবিলা করে আসছি, সাময়িক অস্বস্তির কারণ হলেও এটা যেহেতু দ্বিপক্ষীয় বিষয়, আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। এর আগেও আমরা অনেক বিষয়ে আলাপ-আলোচনা করে সমাধান করেছি।’ তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো টানাপড়েন হয়নি।’ সমসাময়িক বিষয় নিয়ে গতকাল সচিবালয়ে সড়ক বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ক্ষেত্রে সরকার পিছু হটল কিনা- এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘এখানে পিছু হটার বিষয় নেই, আইনি অবস্থান রেখেই সহনীয় দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। ধর্মঘট হলে কী হতো বলুন? স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলতে পারি, পুলিশ দিয়ে ওদের পেটাও, এটা কি বাস্তবসম্মত সিদ্ধান্ত হতো?’ নতুন আইনের ১৬টি ধারার মধ্যে ৯টিতে পরিবহন মালিক-শ্রমিকদের আপত্তি আছে। মালিক-শ্রমিকদের আপত্তিগুলোর সব সমাধান করা হচ্ছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমার সঙ্গে আলোচনা করেই দায়িত্ব নিয়েছিলেন। তারা যে দাবি জানিয়েছেন এগুলো পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করে দেখব, এগুলোর জন্য সময়ের প্রয়োজন। এ মুহূর্তে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, কারণ আইনটি পার্লামেন্টে পাস হয়েছে। তাদের দাবি-দাওয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখব, প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করব।’

মন্ত্রী বলেন, ‘কারও কাছে কেউ জিম্মি নয়, দুই দিনের অবস্থা তো আপনারা বিচার করে দেখেন। মিডিয়া সরকারের আইনের পক্ষে ছিল। কিন্তু এক সপ্তাহ চলে গেলে সরকার কেন সমঝোতা করছে না- বলত, এটা আমার অভিজ্ঞতা। দেশে যখন পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে অচলাবস্থা কী হয়ে যাবে, হট অ্যান্ড কুল ব্লো করে আমাদেরকে এগিয় যেতে হবে, আইনের প্রশ্নে কোনো কমপ্রোমাইজ করিনি।’

পিয়াজ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার চুপ করে বসে নেই। আশা করি বিষয়টি নিয়ন্ত্রণে চলে আসবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর