বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খালেদার আরেক মামলার বিচার হবে জেলখানায়

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল হক এ দিন ধার্য করেন। এ ছাড়া আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশিত হওয়ায়  কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার বিচার অনুষ্ঠিত হবে। গতকাল এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ২৯ ডিসেম্বর নতুন দিন ধার্য করে। মামলার বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের বিরুদ্ধে কটূক্তি করেন।

খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৯ ডিসেম্বর : সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আবার দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ তৎকালীন নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশে তাদের ওপর বোমা নিক্ষেপ করে। ওই ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

সর্বশেষ খবর