বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুশৃঙ্খল থাকলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব

ঝালকাঠি প্রতিনিধি

সুশৃঙ্খল থাকলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব

জঙ্গিবাদ ধর্মের শত্রু, মানবতার শত্রু। তাই সেভাবে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, বর্তমান সরকার চায়, প্রত্যেকটি জায়গায় মানুষ সংঘবদ্ধ হোক। সুশৃঙ্খল জাতি গঠন করা গেলে দুষ্কৃৃতকারী, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি নির্মূল করা সম্ভব। ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় মেম্বারস ফোরামের জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শক্তিশালী এবং সুশৃঙ্খল সংগঠন করার ওপর গুরুত্ব দিয়ে আমু বলেন, এতে জাতীয় উন্নয়ন যেমন ত্বরান্বিত হয়, অন্যদিকে সবরকম অনাচার-অবিচার রোধ করা যায়। মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

সর্বশেষ খবর