শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাফিজ-খোকনসহ বিএনপির তিন নেতা সকালে গ্রেফতার বিকালে মুক্ত

নিজস্ব ও আদালত প্রতিবেদক

সুপ্রিম কোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজনকে         জামিন দিয়েছে আদালত। অন্য দুই আসামি হলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন। উভয় পক্ষের শুনানি শেষে গতকাল বিকালে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ আসামিদের ১০ হাজার টাকা মুচলেকায় জামিনে মুক্তির আদেশ দেন। পরে আদালত থেকেই তারা মুক্তি পান। এর আগে গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ হাফিজ, খায়রুল কবির খোকন ও মকবুলকে আটক করে। এদিকে একই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। বিএনপি মহাসচিব ছাড়া অন্যরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। গতকাল তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তা মঞ্জুর করে। মঙ্গলবার কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভরত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সংগঠনের শতাধিক কর্মী মঙ্গলবার বেলা ১টা থেকে ঘণ্টাখানেক প্রেস ক্লাব সংলগ্ন হাই কোর্ট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয় সে মামলায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর