শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে সাড়ে তিন কোটি টাকার সোনা উদ্ধার, যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২১ লাখ টাকা মূল্যের সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ)। ওই যাত্রীর নাম মো. মুরশেদ হোসেন। বুধবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগে ৬ কেজি ৬০ গ্রাম ওজনের সোনা পাওয়া

যায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

ডিসিএইচের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, রাত ৩টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) মুরশেদ ঢাকায় আসেন। তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার সঙ্গে বহন করা ক্রোকারিজের (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে ভিতরে সোনার অস্তিত্ব পাওয়া যায়। এরপর বিমানবন্দরে কর্মরত অন্যান্য সংস্থার উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করে সোনাগুলো পাওয়া যায়। এদিকে, এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি (মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, গতকাল সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে মো. ওমর ফারুক ও মো. জাহিদ হোসেন ঢাকায় আসেন। তাদেরকে সন্দেহভাজন হিসেবে বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি থেকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৪৮ কার্টন আমদানিনিষিদ্ধ সিগারেট ও ২৫ বোতল যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। জব্দ সিগারেটগুলো ডানহিল ব্র্যান্ডের। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর