শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
রিফাত শরীফ হত্যা মামলা

১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

বরগুনা প্রতিনিধি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার হবে কিনা তা জানা যাবে ১ জানুয়ারি। বরগুনার  জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান গতকাল শুনানি শেষে এ দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, শুনানিতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে আদালত অধিকতর শুনানি ও অভিযোগ গঠনের জন্য আগামী ১ জানুয়ারি দিন ঠিক করে। শুনানির সময় এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৯ জন আদালতে ছিলেন। আর ৫ নম্বর আসামি মুসা পলাতক রয়েছেন। গত ১ সেপ্টেম্বর এ মামলায় প্রাপ্তবয়স্ক ১০ জন আর অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামি হলেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১),  মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর