শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জলবায়ুর ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জলবায়ুর ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জলবায়ু তহবিল (জিসিএফ)-এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। বিভিন্ন প্রকল্পে জিসিএফ-এর অর্থায়ন পদ্ধতি বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রতিবন্ধকতাস্বরূপ। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোনো নির্দেশনা বা তহবিল এখনো গঠিত হয়নি। ফলে এ তহবিল থেকে বাংলাদেশ প্রতিশ্রুত অর্থ পাচ্ছে না। গতকাল ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. জাকির হোসেন খান, মো. মাহফুজুল হক প্রমুখ। ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর