রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি

দক্ষিণে মন্নাফি-হুমায়ুন উত্তরে বজলু-কচি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরে সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মান্নান কচি। আর দক্ষিণে সভাপতি হয়েছেন আবু আহাম্মদ মোহাম্মদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহানগরী আওয়ামী লীগের দ্বিতীয় অধিবেশনে নতুন এ কমিটি ঘোষণা করেন। এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে। এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে দ্বিতীয় অধিবেশনে মহানগরী উত্তর ও দক্ষিণের সভাপতি পদে ১৫ জনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এর মধ্যে উত্তরে সাতজন এবং দক্ষিণে আটজন। অন্যদিকে উত্তর ও দক্ষিণের ২২ জনের নাম সাধারণ সম্পাদক পদে প্রস্তাব ও সমর্থন করা হয়। এর মধ্যে উত্তরে নয়জন এবং দক্ষিণে ১৩ জন। প্রার্থীরা সমঝোতা না করায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে মহানগরী উত্তর ও দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, আমরা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম চেয়েছিলাম। হাউস নাম প্রস্তাব করেছে এবং সমর্থন দিয়েছে। আমরা সমঝোতার জন্য তাদেরকে ১০ মিনিট সময় দিয়েছিলাম। কিন্তু সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি পদে শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি ও দক্ষিণে সভাপতি আবু আহাম্মদ মোহাম্মদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে নির্বাচিত করা হয়েছে। আশা করি সভানেত্রীর এ সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন। উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। দক্ষিণের সভাপতি আবু আহাম্মদ মোহাম্মদ মন্নাফি বিগত কমিটির সহসভাপতি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহসভাপতি ছিলেন। হুমায়ুন কবির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

সর্বশেষ খবর