শিরোনাম
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

যশোরে দিনদুপুরে আনসার সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে দুর্বৃত্তদের গুলিতে হোসেন আলী তরফদার (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার হাশিমপুর বাজারে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকা- সংঘটিত হয়। স্থানীয়রা জানান, ঘটনার সময় হোসেন আলী তরফদার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে যশোরের পুলিশ সুপার মঈনুল হকের নেতৃত্বে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতের বোন শরীফা বেগম জানান, আনসার বাহিনীর সদস্য হোসেন আলী তরফদার ঢাকার মিরপুরে কর্মরত ছিলেন। তিন দিন আগে ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। শনিবার সকালে সদর উপজেলার ভেকুটিয়া এলাকার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। এরপরই তারা জানতে পারেন যে হাশিমপুর বাজারে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, হোসেন আলী তরফদার একসময় নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য ছিলেন। ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমতার আওতায় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। এরপর সরকার তাকে আনসার বাহিনীতে চাকরি দেয়। পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের বলেন, আনসার বাহিনীর বিশেষ সদস্য হোসেন আলী তরফদারের খুনিরা বাজারের আশপাশেই ছিল। হত্যাকান্ড সংঘটিত করে খুনিরা স্থানীয় লোকজনের মধ্যে মিশে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এর সঙ্গে যারাই জড়িত থাক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।

সর্বশেষ খবর