রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এটা মুক্তিযুদ্ধের চেতনা নয়

নিজস্ব প্রতিবেদক

এটা মুক্তিযুদ্ধের চেতনা নয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের অধিকার হরণ করা মুক্তিযুদ্ধের চেতনা নয়। এ সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশের সবকিছু শেষ করে দিয়েছে। মানুষের ভোটাধিকারসহ মৌলিক সব অধিকার হরণ করে নিয়েছে। কারণ এই সরকার একটা দখলদারি সরকার। পাক হানাদার বাহিনীর সঙ্গে এদের ‘ডিফারেন্সটা’ কোথায়- আমি ঠিক বুঝতে পারি না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি ও সমসাময়িক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সরকারের মন্ত্রীদের হুমকি-ধমকিকে ‘একক জমিদারি’ মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেন ফখরুল। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির নিতাই রায় চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, জাগপার খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, এনপিপির বেলাল হোসেন, কাজী শওকত হোসেন, ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ।

তিনি হাত-পা নড়াতে পারছেন না। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক সত্য গোপন করেছেন। তবে আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি যে, আগামী ৫ ডিসেম্বর মেডিকেল বোর্ড সত্য কথা বলবে। এ সময় খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তার স্বাস্থ্যের অবস্থা এতটাই ভয়ঙ্কর, এত ভয়াবহ যে, এই মুহূর্তে তাকে বের করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। গতকাল একজন ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানালেন, যে ড্যামেজ তার শরীরের হচ্ছে- সেটা আর ফিরে আসবে না। এর মধ্যে তার বাম হাত ও বাম দিকে প্যারালাইজড। কারও সাহায্য ছাড়া তিনি বিছানা থেকে উঠতে পারেন না। অথচ সরকারি কর্মকর্তা, পিজি (বিএসএমএমইউ) পরিচালক বলছেন, তিনি ভালো আছেন, আগের চেয়ে এখন ভালো। ধিক্কার দেই আমি, কা জ্ঞানহীন এই মানুষদের। যারা সত্যকে গোপন করে- তাদের এখানে থাকার অধিকার নেই। বিএনপির এই মুখপাত্র বলেন, কয়েকদিন ধরে লক্ষ্য করবেন যে, আওয়ামী লীগের মন্ত্রীরা হুমকি দেওয়া শুরু করেছেন- এ ধরনের কর্মসূচি মেনে নেওয়া হবে না, সমুচিত জবাব দেওয়া হবে। এরা আসলে কাউকে সহ্য করতে চায় না। তাদের মানসিকতার মধ্যে আছে- একটা জমিদারি মনোভাব। ‘লর্ডশিপ’- আমি সব, আমি ছাড়া আর কেউ নেই।

সর্বশেষ খবর