সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
জঙ্গিদের মাথায় আইএস টুপি

হাই কোর্ট বলল শর্ষের মধ্যে ভূত

নিজস্ব প্রতিবেদক

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত জঙ্গিদের মাথায় আদালতের কাঠগড়ায় আইএসের পতাকাসদৃশ টুপি রাখা নিয়ে দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছে হাই কোর্ট। আদালত বলেছে, পত্রিকায় রিপোর্ট দেখলাম, পুলিশ বলছে কারাগার থেকে টুপি এসেছে। আর কারা কর্তৃপক্ষ বলছে বাইরে থেকে এসেছে। আদালত বলে, এ টুপির বিষয়ে কেউ কিছু জানে না- তা হতে পারে না। এটাকে শর্ষের মধ্যে ভূত বলে মন্তব্য করেন আদালত। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্নার নিরাপত্তার বিষয়টি দেখার জন্য সরকারের সংশ্লিষ্টদের জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মৌখিকভাবে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে গতকাল নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। তিনি আদালতে বলেন, আমি অনেক দিন ধরেই আইএসের বিরুদ্ধে বলে আসছি। এ দেশে আইএসের উপস্থিতির কথা বলে আসছি। গত ২৭ নভেম্বর হলি আর্টিজান বেকারিতে হামলা মামলায় জঙ্গিদের ফাঁসির রায় দেওয়ার পর তাদের কয়েকজনের মাথায় আইএসের টুপি দেখা গেছে। এ ঘটনার পর আমি আমার জীবন নিয়ে হুমকির মধ্যে আছি। আমার নিরাপত্তা কী? তিনি বলেন, এ টুপি এলো কোথা থেকে? পুলিশ বলছে, কারাগার থেকে এসেছে। আর কারা কর্তৃপক্ষ বলছে, বাইরে থেকে এসেছে। এরা কেউ যদি জড়িত না থাকে তবে কি ইবলিশ এসে দিয়ে গেছে? তিনি বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আমি বলতে চাই, ছোট কর্মচারী হোক বা বড় কেউ হোক, কেউ না কেউ তো জড়িত। আমরা চাই না এ ঘটনায় আরেক জাহালম বা জজ মিয়া আসুক। এ ঘটনায় পুলিশের আইজি, আইজি প্রিজনসসহ সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ সময় আদালত বলে, আমরাও পত্রিকায় পড়েছি। দেখলাম, পুলিশ বলছে কারাগার থেকে টুপি এসেছে। আর কারা কর্তৃপক্ষ বলছে বাইরে থেকে এসেছে। আদালত বলে, এ টুপির বিষয়ে কেউ কিছু জানে না- তা তো হতে পারে না। শর্ষের মধ্যে ভূত। কী আর করা। এ নিয়েই আমাদের চলতে হবে। এরপর আদালত সিনিয়র আইনজীবীর নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মৌখিকভাবে নির্দেশ দেয়।

সর্বশেষ খবর