সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জানুয়ারি থেকে সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি থেকে সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী বছর জানুয়ারি থেকেই ঋণের সিঙ্গেল ডিজিট সুদহার বাস্তবায়ন হবে। ঋণ ও আমানতের সুদ হার ৯ ও ৬ শতাংশ করতে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে গঠিত কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে খেলাপি ঋণ কমিয়ে আনা ও শিল্পখাতের ঋণ সুদহার সিঙ্গেল ডিজিটে বাস্তবায়ন করা হবে। গতকাল শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু হাই কোর্ট তাতে স্থগিতাদেশ দেওয়ায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে পারেনি। তাই এ কোয়ার্টারে (ত্রৈমাসিক) খেলাপি বেড়েছে। তবে বর্তমানে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাই ডিসেম্বর শেষে খেলাপি ঋণ অবশ্যই কমবে। মুস্তফা কামাল বলেন, খেলাপি ঋণ কমাতে শুরু থেকেই আমরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারিনি। এ কারণেই সুদহার বৃদ্ধি পেয়েছে। সুদহার বৃদ্ধি পেলে দেশের উৎপাদনশীল খাত, শিল্প খাত উন্নত হতে পারে না। তিনি বলেন, সুদের হারকে সিঙ্গেল (একক) ডিজিটে আনতে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরাও সম্মত। এটি কমানো গেলে অনেক ভালো হবে। প্রতিযোগিতার সক্ষমতা বাড়লে বিদেশে বাণিজ্য করাও সুবিধা হবে। তিনি আরও বলেন, খেলাপি ঋণ বাড়ছে এটা সত্য। তবে  কেন বাড়ল সেটি বুঝতে হবে। দীর্ঘ মেয়াদে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

সর্বশেষ খবর