সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

টাকা বানানোর রোগে আক্রান্ত ক্ষমতাসীনরা

নিজস্ব প্রতিবেদক

টাকা বানানোর রোগে আক্রান্ত ক্ষমতাসীনরা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা টাকা বানানোর রোগে আক্রান্ত। প্রধানমন্ত্রীর কথা উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, সেই রোগে এখন তাদের লোকেরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে পড়েছেন। তাদের সোনার ছেলেদের এখন ধরে ধরে এনে বলার চেষ্টা করা হচ্ছে যে- এত সুখ ভালো নয়। তোমরা এখন ভালো হয়ে যাও। বাংলাদেশ আজ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। এদেশে এখন দুই মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধা অথবা তরুণ যুবক, ভাই-বাবা কেউ নিরাপদে নেই। যারা দুর্বল, শারীরিকভাবে একটু নাজুক, তারা সবচেয়ে বেশি অনিরাপদে আছেন। গতকাল দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে নারী ও শিশু অধিকার ফোরামের এক সেমিনারে বিএনপি মহাসচিব এ কথা বলেন। সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় বিশিষ্ট নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান ও সাংবাদিক মাহমুদা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর