মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মাঠ সম্মেলনে ব্যস্ত আওয়ামী লীগ

হেলিকপ্টার বিমান গাড়িতে জেলা-উপজেলা চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতারা

রফিকুল ইসলাম রনি

মাঠ সম্মেলনে ব্যস্ত আওয়ামী লীগ

তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে যোগ দিতে তারা হেলিকপ্টার, বিমানে উড়ছেন, সড়কপথে ছুটে চলেছেন জেলায় জেলায়। কেউ কেউ জেলা-উপজেলায় রাতযাপনও করছেন। লক্ষ্য- সংগঠনকে শক্তিশালী করতে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়া। গত এক মাসে নয়টি জেলা ও প্রায় ২০০ উপজেলার সম্মেলনে হয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যে মেয়দোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলন শেষ করার টার্গেট রয়েছে। ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠকে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলন না হওয়ায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ ডিসেম্বরের মধ্যে জেলা-উপজেলা সম্মেলনের সময়সীমা বেঁধে দেন তিনি। দলীয় প্রধানের কড়া বার্তা পাওয়ার পর দফায় দফায় বৈঠক করে জেলা সম্মেলনের তারিখ চূড়ান্ত করেন দায়িত্বপ্রাপ্তরা। এরপর ছুটে চলেছেন জেলা-উপজেলা সম্মেলনে। গতকাল বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারযোগে পটুয়াখালী যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আকতার ও উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রাব্বানী চিনু। এর আগেও কেন্দ্রীয় নেতারা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারে যান। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে বিমানপথে যান কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া সড়কপথে ছুটে চলেছেন কেন্দ্রীয় নেতারা। গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন।

আওয়ামী লীগের এক সূত্র জানিয়েছেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পুরোদমে জেলা-উপজেলায় সম্মেলন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা আলাদা অংশ নিচ্ছেন। তবে জেলাগুলোর সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই উপস্থিত থাকছেন। এ ছাড়া দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মো. মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিভিন্ন জেলা-উপজেলার সম্মেলন দেখভাগ করছেন। সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন দলের প্রেসিডিয়াম সদস্যরাও। এর মধ্যে রয়েছেন বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরউল্লাহ, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, পীযূষকান্তি ভট্টাচার্য, আবদুল মতিন খসরুসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া সম্পাদকম-লী ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা মাঠ চষে বেড়াচ্ছেন সংগঠনকে গুছিয়ে আনতে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সিলেট ও চট্টগ্রাম বিভাগে কমপক্ষে অর্ধশত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ইতিমধ্যে শেষ হয়েছে। পাঁচটি জেলার সম্মেলন ইতিমধ্যে করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সিলেট মহানগর ও জেলা, ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা, ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে।’ রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দুই বিভাগের তিনটি জেলা ও অর্ধশত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। ৭ ডিসেম্বর বগুড়া, ৮ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সম্মেলনের আগে আশা করি অধিকাংশ জেলা-উপজেলার সম্মেলন শেষ হবে।’ খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘খুলনা বিভাগের দুটি জেলায় ইতিমধ্যে সম্মেলন শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) নড়াইল জেলায় সম্মেলন হবে। ৭ ডিসেম্বর সাতক্ষীরা, ৯ ডিসেম্বর বাগেরহাট ও ১০ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগরী আওয়ামী লীগের সম্মেলন হবে।’ তিনি বলেন, ‘খুলনা বিভাগে ইতিমধ্যে ৩৮টি উপজেলার সম্মেলন শেষ হয়েছে। আরও চার উপজেলার সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।’ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর