মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এসএ গেমসে প্রথম সোনা আনলেন দিপু

রাশেদুর রহমান

এসএ গেমসে প্রথম সোনা আনলেন দিপু

দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসে দ্বিতীয় দিনেই সোনার পদক পেয়েছে বাংলাদেশ। গতকাল নেপালের রাজধানী কাঠমাণ্ডুর সাতদোবাতোতে অবস্থিত ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে তায়কোয়ান্দো থেকে প্রথম সোনার পদক উপহার দেন দিপু চাকমা। তিনি ব্যক্তিগত পুমসে ইভেন্টে ২৯ (ঊর্ধ্ব) বছর বয়স ক্যাটাগরিতে শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে সেরা হয়েছেন। ৮ দশমিক ২৮ ও ৭ দশমিক ৯৬ স্কোর করেন দিপু। প্রথমবারের মতো এসএ গেমস খেলতে এসেই বাজিমাত করলেন তিনি। তায়কোয়ান্দোতে বাংলাদেশের দারুণ সম্ভাবনাময় তরুণ দিপু চাকমা। এরই মধ্যে দেশে ও দেশের বাইরে বেশ নাম কুড়িয়েছেন। ব্যক্তিগত পুমসে ইভেন্টে দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় ৫টি সোনা ও একটি রুপার পদক জয়ের স্বাদ পেয়েছেন দিপু। তবে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় গতকাল পর্যন্তও সোনার পদক অধরা ছিল তার। অবশেষে এসএ গেমসে সেই অধরা স্বপ্ন পূরণ হলো দিপু চাকমার। রাঙামাটির এই ছেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম সোনার পদক জিতে উচ্ছ্বাসে ভাসছেন। গতকাল প্রথমটায় তার তো বিশ্বাসই হচ্ছিল না। তিনি বলেন, ‘দেশের বাইরে খেলতে এসেছি, দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। দেশকে কিছু দিতে পেরে গর্বিত। এই আনন্দ আমি আসলে এখনো বুঝতে পারছি না। আমার হাত ধরে যদি প্রথম সোনার পদক এসে থাকে, তাহলে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না।’ এখানেই থেমে থাকেননি দিপু চাকমা। তিনি বলেন, ‘এর আগে কোনো অফিসিয়াল গেমসে কখনো সোনার পদক পাইনি। এখানে জিতে অনেক গর্ববোধ করছি। আমি আসলে এখনো ঘোরের মধ্যে আছি। আসলে আমরা গোল্ড মেডেলের লক্ষ্য নিয়ে এখানে এসেছি। প্রস্তুতিও সেরকম ছিল।’ রাঙামাটিতে বেড়ে ওঠা দিপু চাকমা ২০০১ সাল থেকে তায়কোয়ান্দো খেলতে শুরু করেন। তবে এই খেলায় তিনি নিয়মিত হন ২০০৮ সালে। এসএ গেমস খেলতে নেপাল যাত্রার আগে এক মাস দক্ষিণ কোরিয়ার কোচ মিন হাক সের অধীনে কাজ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই গর্বিত সদস্য। এসএ গেমস ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হলেও গতকালই সোনার পদকের লড়াই শুরু হয়। গতকাল বাংলাদেশকে প্রথম পদক উপহার দিয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। তিনি কারাতের ব্যক্তিগত কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেন। এছাড়াও ছেলেদের ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ জেতেন হাসান খান সান। মেয়েদের দলীয় কাতা থেকেও ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। কাতারের পুরুষ এককে (অনূর্ধ্ব-৫৫ কেজি) মোস্তফা কামাল ও কারাতের মেয়েদের এককে (অনূর্ধ্ব-৪৫ কেজি) মাউন জেরা বর্ণা রুপার পদক উপহার দেন বাংলাদেশকে। কারাতের মেয়েদের দলীয় কাতায়ও ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। গতকাল কারাতের ৯টি ইভেন্ট থেকে ২টি রুপা ও ৭টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে নেপাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসএ গেমসের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী নেপাল ৯টি সোনার পদকসহ মোট ১৫টি পদক জিতেছে। ভারত ও শ্রীলঙ্কা ২টি করে সোনার পদক জিতেছে। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও একটি সোনার পদক জিতেছে।

বাংলাদেশের পদক জয় : সোনা: তায়কোয়ান্দোতে ব্যক্তিগত পুমসে (২৯-ঊর্ধ্ব) ইভেন্টে সোনা জিতেন দিপু চাকমা। সিলভার : কারাতের পুরুষ একক কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোস্তফা কামাল ও কারাতের মেয়েদের একক কুমিতে অনূর্ধ্ব-৪৫ কেজিতে মাউন জেরা বর্ণা সিলভার পদক জিতেছেন। ব্রোঞ্জ: কারাতের পুরুষ একক কাতায় হাসান খান, মেয়েদের একক কাতায় হোমায়রা আক্তার অন্তরা ও মেয়েদের দলীয় কাতায় ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর