মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রতিবেদন হাই কোর্টে

ওয়াসার পানিতে মলের জীবাণু পেল বিশেষজ্ঞ কমিটি

নিজস্ব প্রতিবেদক

ওয়াসার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও মলের জীবাণুর অস্তিত্ব পেয়েছে হাই কোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি। গতকাল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দাখিল করা প্রতিবেদনে চার দফা সুপারিশও তুলে ধরেছে চার সদস্যের এই কমিটি। প্রতিবেদনটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়, সুপেয় পানি নিশ্চিতের জন্য ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এটি হলে ওয়াসার লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাকটেরিয়া কিংবা জীবাণু পানিতে মিশতে পারবে না। সুপেয় পানির জন্য তৃতীয় পক্ষকে দিয়ে পুরো বিষয়টি নজরদারি করতে হবে। সচেতনাতামূলক কার্যক্রম চালানো ও বাসাবাড়ির রিজার্ভ ট্যাংক নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া ওয়াসার পানি সরবরাহের ক্ষেত্রে সব ধরনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে সুপারিশে। হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস-সাদিক এ বিষয়ে সাংবাদিকদের জানান, বিশেষজ্ঞ কমিটি তাদের প্রতিবেদনে চারটি সুপারিশ তুলে ধরেছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহে হাই কোর্টে উপস্থাপন করা হবে। এরপর কার্যতালিকা অনুসারে শুনানি হতে পারে। রাজধানীবাসীর জন্য সুপেয় পানির একমাত্র জোগানদাতা ওয়াসা। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সরবরাহ করা পানি সুপেয়। গত জুলাইয়ে হাই কোর্টের নির্দেশে গঠিত কমিটি জানায়, তাদের সরবরাহ করা পানিতে মিলেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও মলের জীবাণু। কিন্তু তা মানতে চায়নি ওয়াসা। এমন প্রেক্ষাপটে আরেকটি বিশেষজ্ঞ কমিটিকে পানি পরীক্ষায় দায়িত্ব দেয় হাই কোর্ট। গতকাল ওই কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াসার দাবি ঠিক নয়। একাধিক জায়গা থেকে পানির নমুনা জোগাড় করে পরীক্ষা করে এই কমিটি, যাতে ক্ষতিকর ই-কোলাই ও ব্যাকটেরিয়া পাওয়ার সত্যতা মিলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর