মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাণিজ্যিকভাবে ইউটিউব চালালে দিতে হবে ট্যাক্স

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিকভাবে ইউটিউব চালালে দিতে হবে ট্যাক্স

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাণিজ্যিকভাবে ব্যক্তিগত উদ্দেশ্যে ইউটিউব চালালে ট্যাক্স দিতে হবে। তিনি বলেন, আমরা ইউটিউব ও ফেসবুক কর্তৃপক্ষসহ সবার সঙ্গে আলোচনা করেছি যে, তাদের মাধ্যম ব্যবহার করে যে ব্যবসা হচ্ছে বা বিজ্ঞাপন যাচ্ছে সেগুলোর ওপর ট্যাক্স নির্ধারণ করা হবে। গতকাল দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, মোবাইল ফোন অপারেটর নানা ধরনের ভিডিও কনটেন্ট আপলোড করে ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে। আবার সেখানে বিজ্ঞাপনও দিচ্ছে। সেখানেও তারা ব্যবসা করছে। এটির লাইসেন্স তাদের দেওয়া হয়নি। তাদেরকে মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করার লাইন্সেস দেওয়া হয়েছে। এটি বন্ধ করার জন্য ইতিমধ্যে আমরা টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এটিকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে আমরা বদ্ধপরিকর। কারণ যে কেউ চাইলেই লাইসেন্সবিহীন ব্যবসা করতে পারবে না। হাছান মাহমুদ বলেন, আগামী সপ্তাহ থেকে অনলাইন সংবাদ পোর্টালগুলোর নিবন্ধন শুরু হবে। দেশে যে অনলাইন সংবাদ পোর্টাল আছে সেগুলোকে নিবন্ধনের আওতায় আনতে আমরা দরখাস্ত আহ্বান করেছিলাম।

এ পর্যন্ত সব মিলিয়ে তিন হাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়েছে। সেগুলো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকশ অনলাইনের তদন্ত শেষ করেছে। এর প্রতিবেদন আজ বা কালকের মধ্যে আমাদের কাছে পাঠাবে। আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেওয়া শুরু হবে। তিনি জানান, ভবিষ্যতে অনলাইন পোর্টাল চালু করতে হলে একটি প্রক্রিয়ায় অনুমতির মাধ্যমে করতে হবে। আবার বিভিন্ন টেলিভিশনে যে ডাবিং করা বিদেশি সিরিয়াল প্রচার করা হয় সেগুলোর জন্য অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এ ছাড়াও অনলাইন পত্রিকার ভিডিও কনটেন্ট এবং টিভি চ্যানেলগুলোর অনলাইন চালাতেও অনুমতি লাগবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর