শিরোনাম
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় বায়ু দূষণজনিত রোগে ভুগছে ১১ শতাংশ মানুষ

বিআইডিএসের গবেষণা

প্রতিদিন ডেস্ক

ঢাকায় বসবাসরত মোট জনসংখ্যার ১১ শতাংশ বায়ু দূষণজনিত রোগে ভুগছে। এর মধ্যে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৮ শতাংশ। এ ছাড়া সরাসরি বায়ু দূষণজনিত কারণ নয়, কার্ডিয়াক সমস্যায় ভুগছে ৮ শতাংশ আর ক্যান্সার আক্রান্তের হার ১.৩ শতাংশ।

বায়ু দূষণ পরোক্ষে এ দুটি রোগে আক্রান্ত হতে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর লেকশোর হোটেলে জরিপ প্রতিবেদনটি তুলে ধরেন বিআইডিএসের গবেষক মিতালী পারভীন।

মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন, বায়ু দূষণের কারণে বাংলাদেশে একজন মানুষ ২২ মাস আগে মারা যায়। বায়ু দূষণ না থাকলে ২২ মাস বেশি বাঁচতে পারত ওই মানুষ।

ঢাকায় ৯৩টি ওয়ার্ডের মধ্যে দ্বৈবচয়নের ভিত্তিতে ৩১ ওয়ার্ডকে বাছাই করে বিআইডিএস। প্রতিটি ওয়ার্ডের ১০০টি খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর