বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দিনটি ছিল সোনার ছেলেমেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

দিনটি ছিল সোনার ছেলেমেয়েদের

কারাতে সোনাজয়ী প্রিয়া, অন্তরা ও আল-আমিন -বাংলাদেশ প্রতিদিন

সোনার মোড়ানো বাংলাদেশের দিন। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসে এমন রাঙানো দিন কমই এসেছে। ৩৫ বছর গেমস ইতিহাসে একদিনে একাধিক সোনা জয়ের গৌরব এসেছিল একবারই। তা ২০১০ সালে ঢাকা গেমসে। সেবার বিভিন্ন ইভেন্ট মিলিয়ে একদিনে পাঁচ সোনাও জিতেছিল বাংলাদেশ। গতকাল নেপালে জিতল তিন সোনা। সবমিলিয়ে বাংলাদেশের সোনার সংখ্যা এখন চারটি। আগের দিন তায়কোয়ান্দোতে দেশকে প্রথম সোনা উপহার দেন দিপু চাকমা। তৃতীয় দিনে বাংলাদেশকে দ্বিতীয় সোনা এনে দেন মোহাম্মদ আল আমিন ইসলাম। কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন। সেমিতে নেপালের প্রতিযোগীকে  হারান ৭-৪ ব্যবধানে তিনি। আসলে দিনটি ছিল কারাতেরই। মেয়েদের অনূর্ধ্ব ৫৫ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন প্রিয়া। ম্যাচে চোট পেলেও মুখে ছিল প্রিয়ার প্রাপ্তির উচ্ছ্বাস। বললেন এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। সোনা জেতার পর নিজেকে পৃথিবীর সেরা খুশির ব্যক্তি মনে হচ্ছে। এখানেই থেমে থাকেননি কারাতে। সাত দাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে নারী একক অনূর্ধ্ব ৬১ কেজি ওজনে নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন বাংলাদেশের হুমায়রা আক্তার অন্তরা। ২০১৬ সালে গৌহাটি এসএ গেমস বাংলাদেশ চার সোনা জিতে। গতকাল তা স্পর্শ করে ফেলে বাংলাদেশ। এখন কোথায় গিয়ে থামে সেটাই অপেক্ষা।

সর্বশেষ খবর