বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জমকালো উদ্বোধনীতে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

২০২০ সাল ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপিত হবে। আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তাঁর শততম জন্মদিনকে বরণ করতে বছরব্যাপী নানামুখী কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। এতে অবদান রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। এ পর্যায়ে মার্চে মিরপুরে দুটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজন করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ম্যাচ দুটিতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়ে খেলবেন বিশ্বের নামিদামি সব তারকা ক্রিকেটার। তবে তার আগেই জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সবচেয়ে আকর্ষণীয়, জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-২০ টুর্নামেন্টের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। টুর্নামেন্টকে সফল করতে বিসিবি তার সাধ্যের সর্বোচ্চটা ঢেলে দিচ্ছে। সামান্য ভুলত্রুটি যেন না থাকে, সেজন্য সামনে থেকে সব কাজকর্ম তদারকি করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাত দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ব্যাট ও বলের লড়াই শুরু হবে ১১ ডিসেম্বর। তার আগে ৮ ডিসেম্বর জমকালো ও মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফ, কণ্ঠশিল্পী সনু নিগাম, কৈলাশ খের এবং বাংলাদেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ ও জেমস। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্পন্সর করছে বসুন্ধরা গ্রুপ। বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারসহ অন্য ক্রিকেটাররা নেমে পড়েছেন অনুশীলনে। তাদের দিনব্যাপী পদচারণায় মুখরিত এখন ‘হোম অব ক্রিকেট’ খ্যাত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ক্রিস গেইলদের মতো বিদেশি তারকা ক্রিকেটাররা মাঠ মাতাতে টুর্নামেন্ট শুরুর আগেই চলে আসবেন ঢাকায়। আসবেন বিদেশি কোচরাও। টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক ক্রিকেট বোর্ড। আসরের দলগুলো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টটির ৪৫টি ম্যাচ হবে তিন ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। জমজমাট বঙ্গবন্ধু বিপিএল কাপ শুরু হতে বাকি আর কয়েক দিন। আসরটিকে সামনে রেখে নতুন সাজে সাজতে শুরু করেছে স্টেডিয়াম। পূর্ব গ্যালারি লাগোয়া মাঠে বানানো হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিরাট আকৃতির মঞ্চ। ঘষামাজা চলছে গ্যালারির। ভেঙে পড়া চেয়ারগুলোর পরিবর্তে বসবে নতুন চেয়ার। এসব কাজ দেখতে বিসিবি সভাপতি পরশু উপস্থিত ছিলেন মাঠে। তিনি তদারকি করেছেন টুর্নামেন্টটির কার্যক্রম। বলিউড তারকাদের পারফরম্যান্স দেখতে উন্মুখ হয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সর্বোচ্চ আট হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠান দেখবেন প্রেসিডেন্ট বক্সে বসে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে। অবশ্য ফুটবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ নামে একটি টুর্নামেন্ট রয়েছে। কিন্তু ক্রিকেটে এই প্রথম। বিসিবি জাতির পিতার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে নাজমুল হাসান পাপনের হাত ধরে আয়োজন করতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। ক্রিকেটাররাও উন্মুখ হয়ে আছেন এমন একটি জমকালো টুর্নামেন্ট খেলতে। জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান বলেন, ‘আমরা নির্ভার হয়েই বিপিএল খেলব। কারণ আমাদের সব দায়িত্ব নিয়েছে বিসিবি।’

সর্বশেষ খবর