বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আদেশের আগেই সুপ্রিম কোর্টের সামনে মোটর সাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির বা আদেশের আগের দিন গতকাল সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা  ঘটনাটি ঘটিয়েছে তা নিশ্চিত না হলেও বিষয়টিকে নাশকতা হিসেবে সন্দেহ করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুপ্রিম কোর্টের মাজার গেট, ঈদগাহ গেট ও বার কাউন্সিলের গেটের সামনে প্রায় একই সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আগুন দেওয়ার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের পূর্বনির্ধারিত শুনানির দিন আজ। এর আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় এমন ঘটনা ঘটল। যদিও সর্বোচ্চ আদালতের আশপাশ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সকাল থেকেই সুপ্রিম কোর্টের প্রতিটি প্রবেশপথ, আশপাশ ও আদালত চত্বরের অভ্যন্তরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন দেখা যায়। এ ছাড়া আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর আইনজীবী, বিচারপ্রার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের আদালত চত্বরে প্রবেশ করানো হয়। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার নাদীয়া ফারজানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিনটি মোটরসাইকেলে কেন আগুন দেওয়া হয়েছে এটা তদন্তের পরই জানা যাবে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের পৃথক তিনটি প্রবেশ পথে একই কায়দায় মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে, তাই আমরা বিষয়টিকে নাশকতা বলেই সন্দেহ করছি। অতিরিক্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট এলাকায় এমনিতেই অতিরিক্ত নিরাপত্তা থাকে। বেগম খালেদা জিয়ার শুনানিকে কেন্দ্র করে কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই কাল (আজ) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সর্বশেষ খবর