শিরোনাম
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এনআরসি-সিএবির বিরুদ্ধে গণআন্দোলনের ডাক দিলেন মমতা

কলকাতা প্রতিনিধি

এনআরসি-সিএবির বিরুদ্ধে গণআন্দোলনের ডাক দিলেন মমতা

ভারতে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে গণ-আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

এরই অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়া সব রাজনৈতিক দল ও সংগঠনসহ সাধারণ মানুষকে আগামী সোমবার থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে বিশাল মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আহ্বানে উল্লেখ করা হয়েছে, সোমবার বেলা ১টায় আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে  শেষ হবে জোড়াসাঁকোতে। পরদিন মঙ্গলবার মিছিল শুরু হবে দক্ষিণ কলকাতায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে এবং শেষ হবে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে। বুধবার জেলায় জেলায় হবে মিছিল। গতকাল দিঘায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘কোনো এনআরসি নয়, কোনো ক্যাব নয়। আইন পাস হলেও আমাদের সরকার তা কার্যকর করবে না। সবাইকে বলছি, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন। সব রাজ্যে গণআন্দোলন করুন। বাংলাতেও গণআন্দোলন গড়ে তুলুন।’ এদিকে মমতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কেরালার মুখ্যমন্ত্রীও। যে কোনও মূল্যে নাগরিকত্ব বিল তাদের রাজ্যে আটকানো হবে বলে জানিয়েছেন তারা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমারিন্দর সিং বলেছেন, ‘এই বিল অসাংবিধানিক। পাঞ্জাবে এই বিল আটকাতে প্রয়োজনে আইন পাস করা হবে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও বলেছেন, সংবিধানের দেওয়া অধিকার খর্বকারী নাগরিত্ব সংশোধনী বিল কোনোমতেই কেরালা সরকার কার্যকর করতে দেবে না।

সর্বশেষ খবর