রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রতিটি ঘর থেকে চাকরি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রতিটি ঘর থেকে চাকরি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ মাসেই আমাদের কাক্সিক্ষত বিজয় অর্জিত হয়েছে। ২০২০ সালে এ দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। তাই আমাদের আরও একটি যুদ্ধ করতে হবে। প্রতিটি ঘরে একজন করে চাকরি দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে। গতকাল বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির প্রথম বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে যুবলীগের ভূমিকা অপরিসীম। মাদকসেবী বা মাদকের সঙ্গে জড়িতদের দলীয় পদবি দেওয়া হবে না। দলীয় কোনো নেতা অন্য নেতার বিরুদ্ধে সমালোচনা করলে তার পদ থাকবে না।

নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেকের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।

সর্বশেষ খবর