মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের উন্নতির প্রশংসায় মোদি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উন্নতির প্রশংসায় মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে তাৎপর্যময় উন্নতির প্রশংসা করেছেন। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল সকালে নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ প্রশংসা করা হয়। তাঁদের মধ্যে ৩০ মিনিট আলোচনা চলে। এ সময় নরেন্দ্র মোদি তাঁকে আগামী বছর অনুষ্ঠেয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানানোয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। মোদি বলেন, ‘আমি ওই অনুষ্ঠানে যাওয়ার অপেক্ষায় রয়েছি।’ তাঁর পাঁচ বছর কার্যকালে বাংলাদেশ-ভারত উন্নত সম্পর্কের সোনালি অধ্যায় রচনায় যে অবদান রাখেন মোদি সেজন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান। বিদায়ী হাইকমিশনার ভারতীয় প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী বাঙালি কারুশিল্পের নিদর্শনস্বরূপ ফ্রেমে বাঁধানো একটি নকশিকাঁথা উপহার দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর