বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করা হবে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করা হবে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি এখন আর কোনো দেশের একক সমস্যা নয়, এটি বৈশি^ক সমস্যা। কোনো দেশের একক চেষ্টায় দুর্নীতি কাক্সিক্ষত মাত্রায় কমিয়ে আনাও কঠিন। গতকাল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দ্য এইটথ সেশন অব দ্য কনফারেন্স অব দ্য স্টেট পার্টিস টু দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইন্সট করাপশনে তিনি এ কথা বলেন। বাংলাদেশের পক্ষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই কনফারেন্সে অংশ নেয়। কনফারেন্সে দুদক চেয়ারম্যান বাংলাদেশে দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গৃহীত বহুমাত্রিক কার্যক্রমের বর্ণনা দেন বলে কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে। ইকবাল মাহমুদ বলেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অনুসরণ করছে। দুর্নীতিপরায়ণদের কোনো পরিচয় বিবেচনা না করেই সম্পূর্ণ নির্মোহ ও নৈর্ব্যক্তিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বৈশি^ক  ফ্রেমওয়ার্কের আওতায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ভূমিকাকে বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে সমর্থন করছে। জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের নির্দেশনা অনুসারে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পদ পুনরুদ্ধারে কিছুটা অগ্রগতি সাধন করেছে। তিনি আরও বলেন, দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধ করার চেষ্টা করছে দুদক। বাংলাদেশ রাষ্ট্র ও সমাজে সুশাসন নিশ্চিত করার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল গ্রহণ করেছে।

এ ছাড়া বাংলাদেশ স্বচ্ছ ও জবাবদিহিমূলক গভার্নেন্সের জন্য জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো প্রতিষ্ঠান গঠন করেছে। এই কনফারেন্সে দুদক চেয়ারম্যানের সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, পরিচালক নাসিম আনোয়ার, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. মনিরুজ্জামান খান প্রমুখ।

সর্বশেষ খবর