বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অভিশংসনের জন্য ভোট

ট্রাম্পের কী হবে

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের কী হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্যাম্পকে অভিশংসনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি চলছে। এ ভোটের ওপর নির্ভর করছে ট্রাম্প অভিশংসিত হবেন কি হবেন না। তবে নিম্নকক্ষে ডেমোক্রেটদের প্রাধান্য থাকায় অভিশংসনের প্রস্তাব সহজেই পাস হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : রয়টার্স। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভোট গ্রহণ হবে। ট্রাম্পর্কে অভিশংসিত করতে উপস্থিত সদস্যদের তিন-চতুর্থাংশ ভোট প্রয়োজন হবে। এ ভোটের ফলাফল আজ জানা যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে ভোটের আগের দিন এ ভোটাভুটিকে ডেমোক্রেটদের ‘ক্যুর উদ্যোগ’ আখ্যায়িত করে স্পিকার ন্যান্সি পেলোসিকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠিতে ট্রাম্প অভিযোগ করেছেন, ডেমোক্রেটরা ‘আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে’ যুদ্ধ ঘোষণা করেছে। খবরে বলা হয়, ব্যক্তিগত রাজনৈতিক লাভের জন্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেইনের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করেছিলেন- এমন অভিযোগে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে অভিশংসনের উদ্যোগ নিয়েছে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে পেলোসিকে ট্রাম্প ওই চিঠি লিখেছেন। তিনি ছয় পাতার চিঠিতে এ প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র বিষোদ্গার এবং পেলোসির নিন্দা করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর