শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিদ্ধান্ত ছাড়াই রোহিঙ্গাদের সঙ্গে সংলাপ শেষ মিয়ানমারের

কক্সবাজার প্রতিনিধি

কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো মিয়ানমার সরকারের প্রতিনিধির সঙ্গে রোহিঙ্গাদের দ্বিতীয় দফা সংলাপ। আলোচনা চলাকালে রোহিঙ্গাদের নাগরিকত্ব, রোহিঙ্গা জাতিসত্তার স্বীকৃতি, নিরাপত্তা এবং ভিটেমাটি ফিরিয়ে দেওয়াসহ তাদের অন্যান্য দাবি উত্থাপন করলেও এসব দাবি পূরণে কোনো আশ্বাস  মেলেনি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চার ঘণ্টাব্যাপী রোহিঙ্গাদের সঙ্গে এই আলোচনা শেষ করে মিয়ানমার প্রতিনিধি দল আলোচনা শেষ করে বিকালে কক্সবাজার ত্যাগ করে। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং মধুরছড়া ক্যাম্প ফোর এক্সটেনশনে রোহিঙ্গাদের সঙ্গে দ্বিপক্ষীয় এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে প্রতিনিধি দলের নেতা মিয়ানমার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক চেন আইয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, রোহিঙ্গাদের সঙ্গে এটি কোনো রাজনৈতিক সংলাপ নয়। রোহিঙ্গাদের রাখাইনের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। তাদের এনভিসি কার্ড (ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড) দিয়ে ফেরত নেওয়া হবে। তিনি বলেন, ‘রাখাইনের বাস্তুচ্যুত মুসলমানরা তাদের কিছু দাবি দিয়েছে। এসব দাবি মিয়ানমার সরকারের উচ্চপর্যায়ে জানানো হবে। আমরা শুধু রাখাইনের পরিস্থিতি যে উন্নত করেছি তা বাস্তুচ্যুতদের জানিয়েছি।’ ব্রিফিংকালে মিয়ানমার প্রতিনিধিদের প্রধান রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। মিয়ানমার প্রতিনিধি দলের আলোচনায় হতাশা ব্যক্ত করেছেন আলোচনায় অংশ নেওয়া রোহিঙ্গারা। তারা জানিয়েছেন, নাগরিকত্ব, নিরাপত্তা, জাতিসত্তার স্বীকৃতি ছাড়া তারা কোনোমতেই স্বদেশে ফিরতে রাজি নয়। তারা বলেন, ‘মিয়ানমারের নাগরিকত্বসহ বিভিন্ন প্রমাণ উত্থাপন করার পরও মিয়ানমার প্রতিনিধি দল এতে কোনো সাড়া দেয়নি। তাই এসব আলোচনা ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়।’ এর আগে বুধবার সকালে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও অর্থনীতি বিভাগের মহাপরিচালক চেন আইয়ের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, শ্রম ও অভিবাসন এবং তথ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় সাত সদস্যের আসিয়ান প্রতিনিধি দলে ছিলেন আসিয়ানভুক্ত রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জুলাই মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প সফর করে। এ সময় আসিয়ানের প্রতিনিধি দলটিও সঙ্গে ছিল। ওই সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তারা যৌথ সংলাপে অংশ নেয়। এ ছাড়া ২০১৮ সালের ১১ এপ্রিল মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াট আয়ের নেতৃত্বে আরও একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর