শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতি নিয়ন্ত্রণে বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি নিয়ন্ত্রণে বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের মতো দেশগুলোর আরেকটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতিপরায়ণরা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ অন্য  দেশে পাচার করে। তাই বর্তমান বিশ্ব ব্যবস্থাপনায় দুর্নীতি নিয়ন্ত্রণে  বৈশ্বিক সমন্বিত উদ্যোগের প্রয়োজন। গতকাল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অস্ট্রেলিয়ান কমিশন ফর ল’ এনফোর্সমেন্ট ইন্টিগ্রিটির নির্বাহী পরিচালক ক্রেইগ ফারি ও অস্ট্রেলিয়ার  ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের সহকারী পরিচালক ড. স্টিফেন ম্যাকেলেহিনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় ইকবাল মাহমুদ এ কথা বলেন। কমিশনের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বেশকিছু দুর্নীতির মামলা বিশেষ করে অর্থ পাচার মামলায় বিভিন্ন দেশের কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের আওতায় তথ্য চেয়েছে। এসব তথ্য দ্রুত পাওয়া গেলে সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা  যেতে পারে। এসব মামলায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করা গেলে  দেশের অর্থ পাচার কমে আসবে। অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলটির উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে কিছু দুর্নীতিবাজ বাংলাদেশি অস্ট্রেলিয়ায় পালিয়েছেন। এই দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা অস্ট্রেলিয়ায় রিয়েল এস্টেট এবং অন্যান্য ব্যবসায় এসব অবৈধ অর্থ বিনিয়োগ করছেন। এসব দুর্নীতিবাজকে বাংলাদেশে ফিরিয়ে আনা ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে তিনি অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। এদিকে গতকাল আবুধাবিতে বাংলাদেশের পক্ষে দুদক  চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারি জেমস এ ওয়ালশের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এক আলোচনা সভায় মিলিত হন। এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এফবিআইয়ের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে এফবিআই উল্লেখযোগ্য অবদান রাখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর