শিরোনাম
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজাকার তালিকা করতে ৬০ পয়সাও খরচ হয়নি

বিশেষ প্রতিনিধি

রাজাকার তালিকা করতে ৬০ পয়সাও খরচ হয়নি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘শুনেছি কারও কাছে, কেউ বলছেন রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। ৬০ কোটি টাকা তো নয়ই, ৬০ পয়সাও খরচ হয়নি।’ গতকাল একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এ দাবি করেন। তিনি বলেন, ‘যারা ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে এমন কথা বলছেন তাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তারা নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করবেন, না হয় তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে।’ এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজাকারের তালিকা তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ শীর্ষক খবরটি অসত্য। কারণ এ তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি, বরাদ্দ চাওয়াও হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর