শিরোনাম
শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রত্যাশা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের

নিজস্ব প্রতিবেদক

প্রত্যাশা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের

খালেকুজ্জামান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় ছিল সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশসহ চারটি মূলনীতি। আওয়ামী লীগের এ সম্মেলন ঘিরে মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়নের প্রত্যাশা করছি। ’৭২-এর সংবিধানের আলোকে দেশ পরিচালনার প্রত্যাশা করছি।’

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। খালেকুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলরদের সচেতনতা কতটা রয়েছে তা আমাদের জানা নেই। কাউন্সিলে নেতৃত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতা বাছাইয়ে কাউন্সিলরদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে নাকি চাপিয়ে দেওয়া মতামত বয়ে নিয়ে যাবেন তা দেখার বিষয়।’

বিশিষ্ট এই বাম নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এটা স্বীকার করতে হবে। কিন্তু এখন সেই চেতনা থেকে এই দল অনেক দূরে গিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তাদের বর্তমান শাসনব্যবস্থায় সেসব উপাদান এখন অনুপস্থিত। তাই নতুন নেতৃত্ব অতীতের ধারাবাহিকতায় চলবে নাকি মুক্তিযুদ্ধের চেতনায় তা দেখার বিষয়। অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে। এর সমাধান নতুন নেতৃত্বের হাত ধরে আসুক- সেটাই প্রত্যাশা।’

সর্বশেষ খবর