রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকার অপসারণের বিকল্প নেই

টাঙ্গাইল প্রতিনিধি

সরকার অপসারণের বিকল্প নেই

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অস্ত্র হাতে নিয়েছিলাম জাতিকে শোষণমুক্ত করার জন্য। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। স্বাধীনভাবে মিছিল-মিটিং করার অধিকারের জন্য। কিন্তু এই জালিম সরকার মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছে। এই নির্লজ্জ সরকার ক্ষমতায় থাকে কী করে? তিনি গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে  জেএসডির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আ স ম রব আরও বলেন, এ সরকার ক্যাসিনো, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুটেরাদের সরকার। গ্রাম, পাড়া-মহল্লায় যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতা-কর্মীদের চাঁদা না দিলে গ্রামে থাকতে পারবেন না। আগামীতে ঘরে থাকা দুষ্কর হয়ে পড়বে। তাই স্বৈরাচারী আওয়ামী সরকারকে অপসারণ করতে না পারলে মানসম্মান ইজ্জত রক্ষা কিছুই করতে পারবেন না। টাঙ্গাইল জেলা জেএসডির সাবেক সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মো. সিরাজ মিয়া, জেলা সাধারণ সম্পাদক শফিউল আলম, মফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর