শিরোনাম
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শীত কমার আভাস বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

শীত কমার আভাস বৃষ্টির পূর্বাভাস

শৈত্যপ্রবাহের হাড় কাঁপানো ঠান্ডা কমে কিছুটা বেড়েছে দেশের তাপমাত্রা। তবে কিছু অঞ্চলে এখনো বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যেই আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা প্রশমিত হতে পারে। আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শীতের অনুভূতি থাকবে। যশোর ছাড়াও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অন্য অঞ্চলগুলোর মধ্যে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া, ঈশ্বরদী ও রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বলেন, ‘গতকালের তুলনায় অনেক জায়গাতেই তাপমাত্রা বেড়েছে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা কমপক্ষে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দিনের তাপমাত্রা বেড়ে গেলে তখন শীতের অনুভূতি কমে যায়। আমাদের আকাশ যেহেতু মেঘলা, এ কারণে দিনের তাপমাত্রা বাড়তে পারছে না। তাপমাত্রা বাড়লেও আগামী দুই দিন শীতের অনুভূতি থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর