সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিদ্যুতের দাম বাড়লে জনগণকে শক দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের দাম বাড়লে জনগণকে শক দেওয়া হবে

নতুন করে বিদ্যুতের দাম বাড়ালে জনগণকে বিদ্যুৎ নয়,  বৈদ্যুতিক শক দেওয়া হবে। লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ একথা বলেন। তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক ও অন্যায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল ক্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এ রকমভাবে বারবার যদি বিদ্যুতের দাম  বাড়ানো হয় তাহলে সেটা জনগণের ওপর বৈদ্যুতিক শক দেওয়ার মতো বেদনাদায়ক প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। রাষ্ট্র করপোরেট বা ব্যবসা প্রতিষ্ঠান নয়। কিন্তু আমরা দেখছি সরকার মুনাফার দিকে জোর দিচ্ছে। ব্যয় সমন্বয়ের কথা বলে বার বার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। কিন্তু সরকারের নৈতিক দায়িত্ব জনগণের স্বার্থ দেখা, যা তারা দেখছে না। এটা অযৌক্তিক, অন্যায়। বিদ্যুতের দাম বাড়লে এর প্রভাব সরাসরি ভোক্তা ও জনগণের ওপর পড়ে। কারণ বিদ্যুতের দাম বাড়লে শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর