সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের আরও উন্নতি হয়েছে। ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) জন্য মুসলমানসহ কোনো সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন না।’ তিনি গতকাল দুপুরে দিল্লির রামলীলা ময়দানে প্রায় দেড় লাখ মানুষের উপস্থিতিতে আয়োজিত এক জনসমাবেশে এ কথা বলেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা। এ সময় তিনি আরও বলেন, ‘দেশের কোনো মুসলমানকে তাড়াতে এ আইন নয়। আমি বলতে চাই সংসদে যে আইন পাস হয়েছে তাতে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ বা খ্রিস্টান সবারই সুবিধা হবে। এতে দলিত ও গরিব সব মানুষেরই সুবিধা হবে। কিন্তু কিছু রাজনৈতিক দল নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। গুজব ছড়িয়ে অশান্তিতে ইন্ধন দেওয়া হচ্ছে। এতে বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তবু রাজনৈতিক ফায়দা তুলতে এই ধরনের মিথ্যার সাহায্য নিচ্ছে কিছু দল। আমি প্রশ্ন করতে চাই, কেন এভাবে আমাকে আক্রমণ করতে গিয়ে দেশের সম্মান নষ্ট করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমার কুশপুতুল পোড়ানো হচ্ছে। আমি অনুরোধ করব আমাকে আক্রমণ করছেন করুন। দরকার হলে জুতো মারুন কিংবা কুশপুতুল পোড়ান। কিন্তু আমার ওপর রাগ করে দেশের সম্পত্তির ক্ষতি করবেন না।’ তিনি এও বলেন, ‘এ আইনটি কংগ্রেস শাসনামলে তৈরি করা হয়েছিল। তারা বাস্তবায়ন করেনি, আমরা করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর