বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জয় চায় আওয়ামী লীগ, মাঠ ছাড়বে না বিএনপি

লড়বে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ অন্য দলগুলোও

মাহমুদ আজহার, রফিকুল ইসলাম রনি ও শফিকুল ইসলাম সোহাগ

জয় চায় আওয়ামী লীগ, মাঠ ছাড়বে না বিএনপি

রাজধানীতে আবারও ভোটযুদ্ধে মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দল। আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তরের মেয়র ও কাউন্সিলর নির্বাচন। তফসিল ঘোষণার পর এরই মধ্যে রাজধানীতে ভোট নিয়ে চায়ের কাপে ঝড় শুরু হয়েছে। সরকারি দল আওয়ামী লীগ আবারও বিজয়ী হতে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। দুই সিটিতে পুরনো দুই প্রার্থীরই নৌকা প্রতীক নিয়ে লড়াইয়ে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নানা শঙ্কা সত্ত্বেও ভোটের মাঠে থাকতে চায় রাজপথের বিরোধী দল বিএনপি। এ দলের প্রার্থীও প্রায় ঠিকঠাক। দলটির প্রত্যাশা, সুষ্ঠু ভোট হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।

এবার এককভাবে ভোটে লড়বে জাতীয় পার্টিও। এরই মধ্যে দলটি জানিয়েছে, লাঙ্গল প্রতীকের প্রার্থী শেষ পর্যন্ত মাঠে থাকবে। মোর্চা করে বাম দলগুলোও প্রার্থী দিয়ে ভোটে থাকবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদার জোট বিএনএ ছাড়াও আরও কয়েকটি দল ভোটে লড়বে। সব মিলিয়ে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিজুড়েই রাজধানীতে ভোটের উত্তাপ বইবে। মাঠে থাকবে সব রাজনৈতিক দল। এদিকে তফসিলের আগে থেকেই রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে কাউন্সিলরদের ভোট প্রস্তুতি। রাজধানীর প্রতিটি অলিগলিতে ভোটের হাওয়া বইছে। আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও বিভিন্ন দলের কাউন্সিলর প্রার্থীরা এরই মধ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। কারও কারও পক্ষে সমর্থকরা পোস্টারও সাঁটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে প্রার্থীদের পক্ষে নানামুখী প্রচারণা। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাজধানীর দুই সিটিতে ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন শক্তহাতে পুরোপুরি নিরপেক্ষভাবে সুষ্ঠু ভোটের ব্যবস্থা গ্রহণ করবে। যদি তা করে তাহলে তাদের পুরনো ভাবমূর্তি কিছুটা হলেও পুনরুদ্ধার করা সম্ভব হবে। এরই মধ্যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিসহ সব রাজনৈতিক দল ভোটে লড়ার ঘোষণা দিয়েছে। ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যোগ্য মেয়র প্রার্থীকে ভোট দিন। প্রতিটি ওয়ার্ডেও যোগ্য কাউন্সিলর নির্বাচিত করুন। দুর্নীতিবাজ ও কালো টাকার প্রার্থীদের বয়কট করুন।’ ৩০ জানুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার দুই সিটিতে সম্পূর্ণ ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই সিটিতে সম্পূর্ণ ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন দেবে বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি সবাইকে ভোটযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভোটাররা ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন। এই নির্বাচন হবে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক। সবাইকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

জয়ের ধারাবাহিকতা চায় আওয়ামী লীগ : আওয়ামী লীগ সূত্রমতে, দুই সিটিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় দলটি। এজন্য দলের নিবেদিত, নিজ এলাকায় সামাজিক কর্মকান্ডে  সম্পৃক্ত ও অধিকতর জনপ্রিয় এমন যোগ্য নেতা খুঁজছেন তারা। এ নিয়ে আওয়ামী লীগে বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনা চলছে। মেয়র পদে দলীয় প্রার্থী মোটামুটি চূড়ান্ত করে রেখেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চলছে কাউন্সিলর প্রার্থী বাছাই। এবার কাউন্সিলর পদে একক প্রার্থী মাঠে রাখা হবে। ঢাকা দক্ষিণ সিটিতে বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ছাড়াও অর্ধডজন নেতা মেয়র পদে দলীয় মনোনয়ন চান। একই অবস্থা উত্তরেও। সেখানে বর্তমান মেয়র আতিকুল ইসলাম ছাড়াও অর্ধডজন মনোনয়নপ্রত্যাশী।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ের জরিপ শুরু করেছে। কে কোথায় জনপ্রিয়, দলের জন্য নিবেদিত তা খতিয়ে দেখছি। দায়িত্ব পালনে যারা যোগ্য ও সবার থেকে এগিয়ে থাকবে তারাই মেয়র পদে দলীয় মনোনয়ন পাবেন। কাউন্সিলরদের বিষয়েও জরিপ চলছে।’ ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি সিটি করপোরেশনে কী কাজ করেছি তা নগরবাসী দেখেছে। নিজে দাঁড়িয়ে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এতে অল্প কিছু মানুষ ক্ষুব্ধ হয়েছে, কিন্তু নগরবাসীর কল্যাণের জন্য করেছি। পুরো শহর এলইডি বাতিতে আলোকিত করেছি। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৯ মাস দায়িত্ব পালন করছি। কী কী সমস্যা সরেজমিন দেখেছি। অনেক কিছু সমাধান করেছি। বাকিটা আগামীতে দায়িত্ব পেলে করব। আশা করি মনোনয়ন পাব। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ২৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে বলা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শঙ্কা সত্ত্বেও সিটি ভোটে লড়বে বিএনপি : প্রতিকূল পরিবেশেও আসন্ন ঢাকার দুই সিটি ভোটে লড়বে বিএনপি। দুই সিটির জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত পর্যায়ে। উত্তর সিটিতে বিএনপির আগের প্রার্থী তাবিথ আউয়ালকে এরই মধ্যে সংকেত দেওয়া হয়েছে। দক্ষিণেও ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনকে। সংকেত পেয়ে তারা এরই মধ্যে অভ্যন্তরীণ বৈঠক শুরু করেছেন।  এদিকে তফসিল ঘোষণার পর গত সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই সিটি ভোট নিয়ে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক করে। বৈঠকে ঢাকার দুই সিটি ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা দুই সিটি ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুই সিটি করপোরেশনের নির্বাচন উপলেক্ষ ২৬ ডিসেম্বর মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হবে। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। ২৭ ডিসেম্বর ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর নীতিনির্ধারকরা যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন। বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে টেলিফোনে দুই সিটিতে তাবিথ ও ইশরাককে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। দুই সিটির সমস্যা ও এলাকার মানুষের সঙ্গে গণসংযোগ বাড়াতে দিকনির্দেশনা দেওয়া হয়। বিএনপির তরুণ এই দুই নেতা নির্দেশিত হয়ে রাজধানীর চলমান সমস্যা নিয়ে কাজও শুরু করেছেন। তারা নেতা-কর্মীদের নিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করছেন। মহানগর দক্ষিণ ও উত্তর শাখা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন এই দুই নেতা। এ ছাড়া সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গেও কথাবার্তা বলছেন তারা। এ প্রসঙ্গে তাবিথ আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশে ভোটের কোনো পরিবেশ নেই। এখন ভোটের আগের রাতই ভোট হয়ে যায়। নানা প্রতিকূল পরিবেশেও বিএনপি নির্বাচনে যাচ্ছে। এক্ষেত্রে দল যদি আমাকে মনোনয়ন দেয়, জয়ী হতে আমি সর্বাত্মক চেষ্টা চালাব।’ প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি ভোটে যাওয়ার। সুষ্ঠু ভোট নিয়ে নানা শঙ্কা রয়েছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে আসতে পারছেন না। দলের নীতিনির্ধারকরা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি বাবার উত্তরসূরি হিসেবে বিএনপিকে ধানের শীষের বিজয়ে সর্বাত্মক চেষ্টা করব।’

প্রার্থী দেবে জাতীয় পার্টিও : জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। আর এই নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীরা মাঠে থাকবেন। তবে তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রত্যাশা করেন। গতকাল বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অংশ নেবে ইসলামী আন্দোলন : ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে ভোট করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত সিটি নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া হয়েছিল এবারও তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা হলেন উত্তরে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আর দক্ষিণে কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রহমান। জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ‘আমরা ঢাকা উত্তর ও দক্ষিণে এককভাবে ভোট করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘গত সিটি ভোটে ডাকাতি করা হয়েছে। এবার ঘোষণা দিয়েছে ইভিএমে ভোট, এবারও সুষ্ঠু ভোট হবে বলে এখনো আশাবাদী হতে পারিনি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর