বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঋণখেলাপিদের তথ্য চেয়ে চিঠি দিচ্ছে ইসি

নির্বাচনী প্রশিক্ষণ শুরু আজ

গোলাম রাব্বানী

ঢাকার উত্তর-দক্ষিণ সিটি নির্বাচনকে সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য চেয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। আজ কমিশনের নির্বাচন শাখা এ চিঠি পাঠানোর কথা। বিগত ঢাকা সিটি নির্বাচনে ঋণখেলাপিদের নিয়ে বিভ্রান্তি থাকায় এবারে আগেভাগেই এই তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। এমনকি প্রার্থিতা নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছিল। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থীদের

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপি শনাক্ত করার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারকে সহযোগিতা করা ও খেলাপিদের তালিকা আগেভাগে প্রস্তুত রাখতে এই চিঠি দেওয়া হচ্ছে।  এদিকে ঢাকার দুই সিটি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ। প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন ঢাকা উত্তর-দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও সহায়ক কর্মকর্তারা।

দলগুলোকে চিঠি : দলীয়ভাবে মেয়র প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক/মহাসচিবদের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব আবদুল হালিম খান স্বাক্ষরিত চিঠি গতকাল পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে-আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ হবে।

ঋণখেলাপির তালিকা চেয়ে যাচ্ছে চিঠি : সিটি নির্বাচনের প্রার্থীদের খেলাপি ঋণ বিষয়ে তথ্য চেয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হচ্ছে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তিরা জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন।

ইসির দুই কর্মকর্তা বদলি : ঢাকার সিটি নির্বাচনের তফসিল হওয়ার পরেও ঢাকা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন সোমবার এ দুই কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, পাঁচ কমিশনারের অনুমোদন ছাড়াই এ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার পর যে কোনো দফতরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে পাঁচ কমিশনারের অনুমোদন নিতে হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন ম-ল আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। সোমবার এক প্রজ্ঞাপনে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) জি এম সাহাতাব উদ্দিনকে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। অপরদিকে ইসির উপসচিব সরকার আশরাফুল আলমকে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। পাঁচ কমিশনারের অনুমোদন ছাড়াই এ দুটি পদে বদলির ঘটনাটি নিয়ে গতকাল দিনভর নির্বাচন কমিশনে আলোচনা সমালোচনা হয়েছে। এমনকি ইসির বিভিন্ন জটিলতা নিয়ে গতকাল বিকাল ৩টায় সিইসির সঙ্গে বৈঠক করেছেন চার নির্বাচন কমিশনার। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, কমিশনের বৈঠকে বদলি বিষয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর