বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
রিহ্যাব মেলায় পূর্তমন্ত্রী

সরকারি টেন্ডারে সুবিধা পাবে আবাসন খাত

বসুন্ধরা প্লট ও এলপিজি স্টলে দৃষ্টি সবার

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি আবাসন খাতের ব্যবসায়ীদের সরকারি প্রকল্পের টেন্ডারে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবার জন্য আবাসন নিশ্চিত করতে চাই। দেশের আবাসন উন্নয়ন কাজে দেশীয় বিনিয়োগকারীদের সুযোগ দেওয়ার কথা ভাবছি।’ গতকাল রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চলমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আবাসন খাতের ব্যবসায়ীদের ধন্যবাদ জানান মন্ত্রী। শীতকালীন এ মেলার আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া মিলন ও সহসভাপতি কামাল মাহমুদ। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি মো. আনোয়ারুজ্জামান, মো. আবদুল কৈয়ূম চৌধুরী, ফেয়ার স্ট্যান্ডিং কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। পরে মন্ত্রী ফিতা কেটে এ মেলার উদ্বোধন ও মেলাপ্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় কো-স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড। বসুন্ধরা গ্রুপের আরেক প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডও মেলায় অংশ নিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম মেলায় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেডের স্টল পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা স্টলে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে শ ম রেজাউল করিম বলেন, রিহ্যাবের অনেকেই সততার সঙ্গে ব্যবসা করেছেন। কিছু অসৎ ব্যবসায়ী ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এদের কারণে ভালো আবাসন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদের ব্যাপারে রিহ্যাবের পক্ষ থেকে পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জনগণকে সতর্ক করতে হবে। তিনি বলেন, ‘কেরানীগঞ্জ, উত্তরা, পূর্বাচল ও ঝিলমিলের মতো সরকারি প্রকল্পে আমরা বিদেশিদের দিয়ে কাজ করাই। দেশে আমাদের যোগ্য যেসব প্রতিষ্ঠান আছে, এটি তাদের দিয়ে করানোর প্রস্তাব আমি দিয়েছি। দেশীয় প্রতিষ্ঠানকে এসব ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।’

বসুন্ধরা প্লট ও এলপিজি স্টলে দৃষ্টি সবার : রিহ্যাবের শীতকালীন আবাসন মেলায় কো-স্পন্সর হিসেবে অংশ নেওয়া দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেডের স্টলে গতকাল দিনভর ক্রেতা- দর্শনার্থীর ব্যাপক ভিড় দেখা গেছে। তারা বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন ব্লকে পছন্দের প্লট দেখেছেন। এ প্রসঙ্গে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেডের নির্বাহী পরিচালক এবং প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার ভৌমিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশে বেসরকারি আবাসনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত সবচেয়ে বড় প্রকল্প হলো বসুন্ধরা আবাসিক এলাকা। আমরা এবারের মেলায় বসুন্ধরা আবাসিক প্রকল্পের কিছু রেডি প্লট নিয়ে এসেছি। আছে কিছু কমার্শিয়াল প্লটও। কিউ ও পি এক্সটেনশন এবং আর ব্লকে প্লট বরাদ্দ চলছে। আমরা ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে ও দীর্ঘমেয়াদি কিস্তি সুবিধা দিচ্ছি। প্রতি কাঠায় মাসিক ১৫ হাজার টাকার ৬০টি দীর্ঘমেয়াদি কিস্তি সুবিধা রয়েছে আমাদের প্রকল্পে।’ অন্যদিকে মেলায় অংশ নেওয়া বসুন্ধরা গ্রুপের আরেক প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের স্টলেও দর্শনার্থীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দেশের সর্ববৃহৎ এই এলপি গ্যাসের স্টলে তুলে ধরা হচ্ছে ৪০টি ধাপে তৈরি সবচেয়ে নিরাপদ সিলিন্ডারের বিভিন্ন দিক। দর্শনার্থীরা জানতে পারছেন নিরাপদভাবে এলপি গ্যাস ব্যবহারের বিভিন্ন নিয়ম। এদিকে আয়োজকরা জানিয়েছেন, গতকাল শুরু হওয়া রিহ্যাব আবাসন মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ২৩০টি স্টল থাকছে। এতে ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অন্যটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশমূল্য ৫০, আর মাল্টিপল এন্ট্রি টিকিটের ১০০ টাকা। টিকিট থেকে প্রাপ্ত অর্থ দুস্থদের সাহায্যার্থে খরচ করবে রিহ্যাব। টিকিটের র‌্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় সব মূল্যবান পুরস্কার। মেলার শেষ দিন ২৮ ডিসেম্বর রাত ৯টায় র‌্যাফেল ড্র হবে। www.rehabwinterfair2019.com এই ওয়েবসাইটে লটারি বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ২০০১ সালে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর