বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিঙ্গেল ডিজিটের প্রস্তাব বাংলাদেশ ব্যাংক বোর্ডে অনুমোদন

প্রজ্ঞাপন হতে পারে কাল

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক খাতের সবচেয়ে আলোচিত ইস্যু ঋণের সিঙ্গেল ডিজিট সুদহার বাস্তবায়নের প্রস্তাবে অবশেষে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল গভর্নর ফজলে কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য জানায়। এ সিদ্ধান্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ঘোষণা অনুযায়ী নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকেই কার্যকর হবে। এর আগে আগামী বৃহস্পতিবারই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বোর্ড সভায় অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারির প্রস্তুতি শুরু করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। আজ ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি। পরদিন বৃহস্পতিবার। এরপর শুক্র, শনি দুই দিন সরকারি ছুটি। ফলে বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকার প্রায় এক বছর ধরে ঋণের সুদহারে সিঙ্গেল ডিজিট বাস্তবায়নের চেষ্টা করে এলেও হাতে গোনা কয়েকটি ব্যাংক এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

 রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ছাড়া অন্য বেসরকারি ব্যাংকগুলো সরকারের এ মৌখিক সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা দেখিয়ে আসছিল। প্রজ্ঞাপন জারির পর ব্যাংকগুলো সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য থাকবে। অন্যথায় ব্যাংকগুলোকে শাস্তি, জরিমানা ও প্রশ্নের মুখোমুখি করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর