বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
সাংবাদিক আফতাব হত্যার ৬ বছর

মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় পরিবার

নিজস্ব প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদকে হত্যার ছয় বছর পেরিয়ে গেছে। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে ৬৩ নম্বর নিজ বাসায় খুন হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক আফতাব আহমেদ। এই ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদন্ড কার্যকরের খবরের অপেক্ষায় রয়েছে তার পরিবার। ২০১৭ সালের ২৮ মার্চ ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে মৃত্যুদন্ড দেওয়ার পর মামলাটি এখন হাই কোর্ট ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।  এ বিষয়ে জানতে চাইলে আফতাব আহমেদের মেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আফরোজ আহমেদ বর্ণা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার বাবাকে হত্যায় নিম্ন আদালত থেকে যে রায়টি পেয়েছি, তাতে আমরা সন্তুষ্ট। এখন আমরা রায়টি কার্যকর হওয়ার অপেক্ষায় আছি। আসামিদের মৃত্যুদন্ড কার্যকর হলে তার বাবার আত্মা শান্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি। মৃত্যুদ প্রাপ্ত ৫ আসামি হলেন- মো. হুমায়ুন কবির (গাড়িচালক), মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সি ও মো. রাসেল। এ ছাড়া ৭ বছরের কারাদ প্রাপ্ত সবুজ খানকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদ  দেওয়া হয়েছিল রায়ে। জানা গেছে, ফটোসাংবাদিক আফতাব আহমেদ খুনের ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৫ মার্চ হত্যাকান্ডের শিকার আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। আসামিদের মধ্যে হাবিব, বিল্লাল ও হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডাকাতিসহ তার অভিযোগে দ বিধির ৩৯৬ ধারায় আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ জুলাই অভিযোগ গঠন করে আদালত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আলোচিত অসংখ্য দুর্লভ ছবি তুলেছিলেন আফতাব আহমেদ।

তার তোলা ছবির মধ্যে উল্লেখযোগ্য ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ড, ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ইত্যাদি। তবে আফতাব আহমেদ সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় তোলা ‘জাল পরা বাসন্তী’র ছবির কারণে। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন আফতাব আহমেদ। ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে তার আলোকচিত্র সাংবাদিকতার শুরু। ২০০৬ সালে কর্মজীবন থেকে অবসর নেন তিনি। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর