বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডাকসু ভিপির ওপর হামলা অন্যায়-অমানবিক

জেলা প্রতিনিধি

ডাকসু ভিপির ওপর হামলা অন্যায়-অমানবিক

আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও ভোলা-১ আসনের এমপি সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসুর ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা অন্যায়, এটি গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে। গতকাল দুপুরে ভোলার বাংলাবাজার এলাকায় এনআরবিসি ব্যাংকের ৭৪তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক ডাকসু ভিপি তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন আমাদের মত ও পথের ভিন্নতা ছিল। তারপরও আমরা এক টেবিলে বসে ’৬৯ সালে ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। তিনি বলেন, কেউ যখন ডাকসুর ভিপি হয়, সে তখন সবার নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ঢুকে নুরুর ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক। ডাকসুর ভিপির গায়ে হাত তোলা সব ছাত্রসমাজের জন্য কলঙ্ক। আমাদের ছাত্র জীবনেও এনএসএফের গু াবাহিনী কখনো কখনো আক্রমণ করত। আমরা তা প্রতিহত করতাম। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ড. নুরুন নবী ও এ কে এম মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর