বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
আলোচনা বাড়ছে সিটি ভোটে

দক্ষিণে তাপস হাজী সেলিম, উত্তরে আতিকের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা নিয়ে লড়তে প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন হেভিওয়েট প্রার্থীসহ মোট আটজন।  তিন হেভিওয়েট প্রার্থী হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা-৭ সংসদীয় আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। গতকাল ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাদের নেতা-কর্মী ও ব্যক্তিগত সহকারীরা। এ ছাড়াও ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হতে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এম এ রশিদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেষ্টা মো. নাজমুল হকও মনোনয়ন ফরম কিনেছেন।  উত্তরে মেয়র পদে নির্বাচনে আগ্রহী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ উসমানী, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াদ আলী ফকির ও মো জামান ভুইয়া, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিও মনোনয়ন ফরম কিনেছেন। উত্তরের বর্তমান মেয়র আতিকের জন্য মনোনয়ন ফরম কেনেন তার রাজনৈতিক সচিব সাইফুদ্দিন ইমন।  মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে দুই সংসদ সদস্য ফজলে নূর তাপস ও হাজী মো. সেলিমের জন্য দলীয় মনোনয়ন ফরম কেনা হয়েছে। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়ন ফরম কেনেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ কামাল। ঢাকা-৭ আস?নের সংসদ সদস্য হাজী সে?লিমের জন্য মনোনয়ন ফরম তোলেন তার ব্য?ক্তিগত সচিব মহিউদ্দিন আহ?মেদ বেলাল।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়ন ফরমের দাম রাখা হচ্ছে ২৫ হাজার টাকা। এ ছাড়াও কাউন্সিলর পদেও দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর