শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকা সিটির সব পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা হিসেবে লাগানো সব পোস্টার, লিফলেট, ব্যানার, বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ২১ দিন আগে থেকে প্রচারের বিধান থাকলেও অনেকে এখনই এ দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। এজন্য এ নির্দেশনা দেওয়া হয়।

দুই সিটি করপোরেশেন রিটার্নিং কর্মকর্তা গতকাল এ সংক্রান্ত নির্দেশ দেন। নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন আগে অর্থাৎ প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। উক্ত বিধিমালা অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তা একটি অপরাধ বলে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে অনধিক ছয় মাসের কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন। এমতাবস্থায় ঢাকা সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

সর্বশেষ খবর