শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ওসি মোয়াজ্জেমের ডিভিশন চেয়ে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

আনিস রহমান

কাশিমপুর-১ কারাগারের কয়েদি সোনাগাজীর সেই আলোচিত ওসি মোয়াজ্জেম হোসেন ডিভিশন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। আবেদনের অগ্রগতি জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার কাছে দৌড়ঝাঁপ করছেন সাবেক ওসির স্বজনরা। এ আবেদনে সুপারিশ করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মোয়াজ্জেমের আত্মীয় পরিচয় দেওয়া এক ব্যক্তিকে সেই আবেদনের অগ্রগতি জানতে বিভিন্ন কর্মকর্তার কক্ষে ধরনা দিতে দেখা যায়। জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, কয়েকদিন আগে ওসি মোয়াজ্জেমের ডিভিশন চেয়ে তার স্ত্রীর করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। তিনি ওই আবেদনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতেই এসেছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নুসরাত হত্যাকা  এবং নুসরাতের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মামলাটি খুবই আলোচিত। সে কারণে কয়েদি মোয়াজ্জেমকে কোনোভাবেই ডিভিশন দেওয়া সম্ভব নয়। মানবিক বিষয় তো বটেই কারাবিধি অনুযায়ী কয়েদি তা পাবেন না। ফলে আবেদনে কে সুপারিশ করল বা কে না করল তা বিবেচ্য নয়। সাজা হওয়ার আগে এই বন্দী ডিভিশনের সব সুবিধা ভোগ করেছেন। তবে তদবিরে আসা ওই ব্যক্তি মনে করেন মোয়াজ্জেম মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। তিনি আশা করছেন, নিম্ন আদালতে মোয়াজ্জেমের সাজা হলেও উচ্চ আদালতে তিনি সাজা থেকে মুক্তি পাবেন। তাই তিনি ডিভিশন পাওয়ার যোগ্য। এর আগে ২৮ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এই মামলায় আসামি মোয়াজ্জেমকে আট বছরের কারাদ , একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করেন। ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়। মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করে একদল দুষ্কৃতকারী। ১০ এপ্রিল তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর ১০ দিন আগে নুসরাত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন বলে অভিযোগ আনা হয় মামলায়।

সর্বশেষ খবর